সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ সেপ্টেম্বর ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশে আসার আগে মোদীর সঙ্গে কী কথা হলো ম্যাক্রোঁর?
দুদিনের সফরে বর্তমানে ঢাকায় রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে রোববার রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে দুপুরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এসময় আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।
শেখ হাসিনার পাশে হাঁটু গেড়ে বসা ব্রিটিশ প্রধানমন্ত্রী, ছবি ভাইরাল
মাত্র দিন দুয়েক আগে জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ঝড় তুললো শেখ হাসিনার পাশে হাঁটু গেড়ে বসে আলাপরত ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাকের ছবি। ভাইরাল ছবিটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়ারে বসে রয়েছেন। আর তার পাশে মেঝের ওপর খালি পায়ে হাঁটু গেড়ে বসে কথা বলছেন রিশি সুনাক। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।
বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৮ মণ ইলিশ উদ্ধার
দেশের বাজারে আকাশছোঁয়া দাম সত্ত্বেও বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিল কয়েক মণ ইলিশ। অভিনব উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে ইলিশ পাচারের সময় সম্প্রতি আটক করা হয়েছে এক পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ কেজি ইলিশ।
বিদেশ সফরের আগে মন্ত্রিসভায় রদবদল এনে মমতার চমক
সামনেই ভারতের লোকসভা নির্বাচন। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুবাই ও স্পেন সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর দেশ ছাড়ার আগে সোমবার (১১ সেপ্টেম্বর) রাজ্য মন্ত্রিসভায় রদবদল এনে চমক দিলেন তিনি।
বৈশ্বিক স্থিতিশীলতার জন্য সৌদি-ভারত সুসম্পর্ক খুব গুরুত্বপূর্ণ: মোদী
বৈশ্বিক স্থিতিশীলতা ও কল্যাণের জন্য ভারত-সৌদি আরবের সুসম্পর্ক অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলো ১১টার দিকে হায়দরাবাদ হাউজে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার পথে কিম জং উন
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ায় যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য এরই মধ্যে তিনি ভ্লাদিভোস্তকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলে জানা গেছে। যদিও রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।
মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০০ ছুঁই ছুঁই
মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় দুই হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। তাছাড়া প্রায় একই সংখ্যক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক। সোমবার (১১ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসব তথ্য জানায়।
‘এই গ্রামের বাসিন্দারা হয় মৃত, না হয় নিখোঁজ’
মরক্কোয় গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২২ জনে। আহত হয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। ৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তর আফ্রিকান দেশটির বহু গ্রাম। তেমনই একটির নাম তাফেঘাঘতে। অ্যাটলাস পর্বতমালা সংলগ্ন গ্রামটি পরিদর্শনে গেলে বিবিসি টিমের সঙ্গে প্রথম যে বাসিন্দার দেখা হয়, তিনি বলেন, এই গ্রামের মানুষজন হয় হাসপাতালে, না হয় মৃত।
৯/১১ হামলা/ ২২ বছর পর নিহত দুজনের পরিচয় শনাক্ত, আজও অজ্ঞাত সহস্রাধিক
২০০১ সালের ১১ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম সন্ত্রাসী হামলার দিন। সেই হামলায় প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। এর ২২ বছর পর পরিচয় শনাক্ত হলো নিহত দুজনের। তবে আজও অজ্ঞাতপরিচয় সহস্রাধিক ভুক্তভোগী। নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় জানিয়েছে, দেহাবশেষের ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত একজন পুরুষ ও একজন নারীর পরিচয় জানা সম্ভব হয়েছে। তবে পরিবারের অনুরোধে তাদের নাম গোপন রাখা হয়েছে।
৪৩৭ বছর পর পৃথিবীর কাছে ‘নিশিমুরা’ ধূমকেতু, দেখা যাবে মঙ্গলবার
চার শতকেরও বেশি সময় পরে পৃথিবীর খুব কাছাকাছি এসেছে অতি উজ্বল এক ধূমকেতু। মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, ‘নিশিমুরা’ নামের এ ধূমকেতু ৪৩৭ বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে। আর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এটিকে খালি চোখেই পৃথিবীর আকাশে দেখা যাবে।
এসএএইচ/জেআইএম