তালায় ওয়ার্কার্স পার্টির এমপিকে অবাঞ্চিত ঘোষণা


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৪ মার্চ ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলার ওয়ার্কার্স পার্টির নেতা ও সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহকে তালা উপজেলার সর্বত্র অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

উপজেলা আ.লীগের উদ্যোগে বুধবার রাত ১১টায় পাটকেলঘাটা বলফিল্ড মোড় ও রাত ১২টার দিকে তালা বাজার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

জানা গেছে, বুধবার বিকেলে তালার মাগুরায় এক পূজা অনুষ্ঠানে যোগ দিলে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, মাগুরা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সদ্য বিজয়ী ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথসহ স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। সংবাদ পেয়ে পুলিশ উপজেলা চেয়ারম্যানসহ নেতাকর্মীদের উদ্ধার করে।

মাগুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির দলীয় পরাজিত চেয়ারম্যান প্রার্থী হিরন্ময় মন্ডল ও তার সমর্থকরা এই হামলা চালায়। এমপি মুস্তফা লুৎফুল্লাহ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান ও তার লোকজন হামলাকারীদের উপর পাল্টা হামলা চালায়। এ সময় হামলা-পাল্টা হামলায় কমপক্ষে ১০ জন আহত হন।

তবে স্থানীয় ওয়ার্কাস পার্টির এমপি  মুস্তফা লুৎফুল্লাহ অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের ইন্ধনে এ হামলার ঘটনা ঘটেছে।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার বলেন, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির নেতা এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর ইন্ধনে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটেছে।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।