সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ সেপ্টেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, নিহত ১০০
ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। দেশটির উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর এবং কনেও রয়েছে।
কানাডার সঙ্গে দ্বন্দ্বে ভারতে ডালের বাজার টালমাটাল
কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের হাত থাকতে পারে অভিযোগ ওঠার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নেমে এসেছে তলানিতে। এবার তার প্রভাব পড়তে শুরু করেছে দ্বিপক্ষীয় বাণিজ্যতেও। বিরোধ শুরুর পর থেকে ভারতে কানাডার ডাল রপ্তানি কমেছে ব্যাপকভাবে। এর ফলে ভারতীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নারীদের পোশাক নিয়ে জোরাজুরি নয়, হিজাব ইস্যুতে জাতিসংঘ
আসন্ন প্যারিস অলিম্পিক গেমসে ফরাসি দলের নারী অ্যাথলেটদের হিজাব পরা নিষিদ্ধ করেছে ফ্রান্স। দেশটির এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, নারীদের পোশাক নিয়ে জোরাজুরি করা ঠিক নয়।
রিলায়েন্সে বেতন পাবেন না আম্বানির সন্তানেরা
রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক পদে বসলে তার জন্য কোনো বেতন পাবেন না মুকেশ আম্বানির তিন ছেলেমেয়ে। কেবল পর্ষদ ও কমিটির বৈঠকগুলোতে অংশ নিলে তার জন্য একটি ফি পাবেন তারা। রিলায়েন্সের পরিচালনা পর্ষদে আম্বানির সন্তানদের নিয়োগ প্রসঙ্গে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক নোটিশে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
পাকিস্তানে পৌঁছেছে রুশ এলপিজির প্রথম চালান
রাশিয়া থেকে এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) প্রথম চালান পাকিস্তানে পৌঁছেছে। ইসলামাবাদে অবস্থিত রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে। পাকিস্তান হলো রুশ জ্বালানির অন্যতম ক্রেতা।
রুশ কমান্ডারকে হত্যার দাবি, মিথ্যা বলেছে ইউক্রেন?
গত সপ্তাহে কৃষ্ণসাগরে রাশিয়ার এক শীর্ষ কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। কিন্তু কিয়েভ যে কমান্ডারকে হত্যার দাবি করেছে তিনি একটি বৈঠকে যোগ দিয়েছেন এমন একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে।
হোয়াইট হাউজে আরও এক কর্মকর্তাকে কামড়ালো বাইডেনের ‘কমান্ডার’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে পশুপ্রেমী তা অজানা নয়। এমনকি হোয়াইট হাউজেও তিনি কুকুরকে সঙ্গী করেছেন। তবে এবার নিজের প্রিয় পোষা কুকুর ‘কমান্ডার’কে নিয়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছেন বাইডেন। প্রেসিডেন্টের কমান্ডার হোয়াইট হাউজের এক মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দিয়েছে বলে জানা গেছে।
ঋণ পেতে জালিয়াতি করেছেন ট্রাম্প
ব্যাংক ও বিমায় নিজের সম্পত্তির দাম বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প। মূলত ঋণ পাওয়ার সুবিধার জন্য এই কাজ তিনি করেছেন বলে অভিযোগ উঠেছে। নিউইয়র্কের আদালতে এ বিষয়ে মামলা দায়ের হয়েছিল।
মৃত স্বামীর কণ্ঠ শুনতে ১৬ বছর ধরে রোজ মেট্রো স্টেশনে যান স্ত্রী
এই দুনিয়ায় প্রেমের গল্প কম নেই। কিন্তু মার্গারেট ম্যাকালামের গল্পটা একেবারেই আলাদা। স্বামীকে চোখের দেখাও দেখতে পান না প্রায় ১৬ বছর। তবু রোজ তার কণ্ঠস্বর শুনবেন বলে ছুটে যান একই জায়গায়।
নিলামে উঠছে ১৫ কোটি বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কাল
নিলামে উঠতে যাচ্ছে ১৫ কোটি বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কাল। ফ্রান্সের রাজধানীতে আগামী মাসে এই নিলাম অনুষ্ঠিত হবে। পারসিয়ান অকশন হাউজ হোটেল ড্রুট এ তথ্য জানিয়েছে। তাছাড়া তারাই বিক্রয় প্রক্রিয়াটি তদারকি করবে।
বোতলে ভরে বিক্রি হচ্ছে পৃথিবীর ‘বিশুদ্ধতম বায়ু’
পৃথিবীর বাকি অংশে আর বুকভরে শ্বাস নেওয়ার উপায় নেই। বাতাসে মিশে আছে বিষ, রোজ ধুলো-ধোঁয়ায় ভরা সেই হাওয়া একটু একটু করে প্রবেশ করছে ফুসফুসে। অসুখ দানা বাঁধছে গোপনে। প্রতিদিন এই বিষাক্ত বায়ুতে নিঃশ্বাস নিতে নিতে ক্লান্ত মানুষ এমন জায়গা খোঁজেন, যেখানে মিলবে নির্মল বাতাস। যন্ত্রসভ্যতার ধুলো নেই, গাড়ির ধোঁয়া নেই, নেই দূষণ। তেমন জায়গা কি আছে এখনো পুথিবীতে? হ্যাঁ আছে!
কেএএ/জিকেএস