ফিক্সিং নিয়ে আমিরকে ক্ষেপাবে না অস্ট্রেলিয়ানরা


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৪ মার্চ ২০১৬

গ্রুপ-২ থেকে সেমিফাইনাল ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। বাকি স্থানটির জন্য লড়াই ভারত, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে। এই গ্রুপ থেকে কে যাবে সেমিতে? তারই একটা সম্ভাবনা তৈরী হয়ে যাবে আগামীকাল। মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। এই ম্যাচে যে জিতবে তারই সেমিতে ওঠার সম্ভাবনা তৈরী হবে বেশি। তবে পাকিস্তান হেরে গেলে তাদের বিদায়ই নিশ্চিত হয়ে যাবে।

এমন হাই ভোল্টেজ ম্যাজের আগে উত্তেজনা ছড়াচ্ছেন মোহাম্মদ আমির। না তিনি আক্রমণকারী নন, আক্রমণের শিকার। অস্ট্রেলিয়া সব সময়ই স্লেজিংয়ের জন্য বিখ্যাত। প্রতিপক্ষকে ক্ষেপিয়ে তুলে এর ফল আদায় করে নেয়ার ব্যাপারে সিদ্ধহস্ত। অস্ট্রেলিয়ার স্লেজিংয়ের গল্প লিখতে গেলে ভলিউম ভলিউম শেষ হয়ে যাবে। তবু লেখা শেষ হবে না।

শঙ্কা জেগেছে স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আমিরকে তার অতীত নিয়ে খোঁচা দিয়ে না আবার ক্ষেপিয়ে তোলে অস্ট্রেলিয়ানরা। তবে দলটির মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ঘোষণা দিয়েছেন, স্পট ফিক্সিং নিয়ে কোন কথাই তারা মোহাম্মদ আমিরকে বলবেন না। কোন খোঁচা তো দুরে থাক।

মোহালি ম্যাচের আগে আমিরকে নিয়ে ওয়ার্নার বলেন, ‘আমাদের কাছে পাকিস্তানের অন্য খেলোয়াড়দের মতই একজন হিসেবে বিবেচিত হবেন আমির। আমরা জানি, তার কাছ থেকে কী আশা করবো। তিনি আমাদের প্রতিপক্ষ। তাকে মোকাবেলা করাই আমাদের বড় কাজ।’

আমিরের সামর্থ্যের স্বীকৃতি দিয়ে ওয়ার্নার বলেন, ‘আমরা এটাও জানি যে, বল হাতে কতটা কার্যকর তিনি। তাকে মোকাবেলা করার সব পরিকল্পনা করেই আমরা মাঠে নামবো। অতীতে কী হয়েছে সেসব অতীতই। এসব নিয়ে আমরাও আর কোন কথা বলবো না। কিংবা তাকে ক্ষেপানোরও চেষ্টা করবো না।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।