কলকাতায় আরও এক মৃত্যু, শারদীয়ার আগে ভয়াবহ রূপ ডেঙ্গুর

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৪ পিএম, ০১ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। তার আগে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। বিভিন্ন জেলা থেকে প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সবশেষ কলকাতার দক্ষিণ দমদম পৌরসভায় আরও এক তরুণীর প্রাণ নিয়েছে মশাবাহিত এই রোগ।

গত কয়েকদিনে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টির দাপট বেড়েছে। তাতে খানা-খন্দে বৃষ্টির পানি জমে বাড়ছে মশার বংশবিস্তার। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ।

এবার সেই মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতার দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমাপ্তি মল্লিক (২০) নামে এক তরুণীর। মৃত্যুর কারণ ডেঙ্গু বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

জানা গেছে, দিন কয়েক আগে প্রবল জ্বর, মাথাব্যাথা ও শরীরে প্রচন্ড যন্ত্রণা নিয়ে দমদম নাগেরবাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ২০ বছরের তরুণী সমাপ্তি মল্লিককে। তার রক্তের নমুনা পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

কিন্তু শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে সমাপ্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার।

এ নিয়ে শুধু কলকাতার দক্ষিণ দমদম পৌরসভায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাতজন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ডেঙ্গু মোকাবেলায় যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়া গ্রাম ও শহরে বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এরই মধ্যে রাজ্যজুড়ে ৬৮টি ডেঙ্গু আক্রান্ত এলাকা চিহ্নিত করেছে সরকার। নজরে রাখা হচ্ছে ২১টি ব্লক, ৩০টি পঞ্চায়েত ও ১৩টি পৌরসভাকে।

ডিডি/কেএএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।