স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা
স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) সকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ থানার বটতলা এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাপ্পু সাউ নামের (৩৫) এক সিএনজি চালক তার স্ত্রী পূজা সাউকে (২৬) গলা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সকালে তাদের একমাত্র মেয়ে বাড়িতে এসে দেখে বাইরে থেকে দরজা বন্ধ করা। অনেকক্ষণ ধরে বাবা-মাকে চিৎকার করে ডাকলেও তারা ঘরের ভেতর থেকে কোনো ধরনের সাড়া-শব্দ করছিল না।
আরও পড়ুন: কলকাতায় আরও এক মৃত্যু, শারদীয়ার আগে ভয়াবহ রূপ ডেঙ্গুর
তখন সে পাড়া-প্রতিবেশীদের জানালে, লোকজন এসে দরজা ধাক্কা দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তারা দেখতে পান পাপ্পু সাউ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছেন। অন্যদিকে পূজা সাউ গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন।
সঙ্গে সঙ্গেই খরদহ থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। পাপ্পুর স্ত্রী পূজা সাউয়ের মৃতদেহের পাশে একটি ধারালো অস্ত্র পরে থাকতে দেখা যায়। অস্ত্রটি পুলিশ উদ্ধার করেছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে দেয়াল ধসে তিন শিশুর মৃত্যু
পাতুলিয়া গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য ঘটনাস্থলে পৌঁছে জানান, দরজাটি বাইরে থেকে বন্ধ ছিল। এই ঘটনার পেছেনে অন্য কোনো কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের ডিসিপি শ্রী হরি পান্ডে পৌঁছান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাই স্বামী স্ত্রী দুজনেই মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। কী কারণে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিডি/টিটিএন