শরীয়তপুরের ১৬ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকার মাঝিদের নাম ঘোষণা করা হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মাঝিরা হলেন- বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার, রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তারের স্বামী মো. মোক্তার হোসেন চৌকিদার, চিকন্দী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, আংগারিয়া ইউনিয়নের জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সীর সহধর্মীনী তাসলিমা আক্তার ডোরা।
এছাড়া চিতলীয়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চিতলীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, মাহমুদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ্ আলম মুন্সী, চন্দ্রপুর ইউনিয়নে ওমর ফারুক মোল্যা, শৌলপাড়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব রাজ্জাক, ডোমসার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাস্টার মজিবুর রহমান খান, তুলাসার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন ফকির ও পালং ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন দেওয়ান।
গোসাইরহাট উপজেলার ৫টি ইউনিয়নে নৌকার মাঝিরা হলেন- গোদালপুর সৈয়দ মনিরুজ্জামান, নাগের পাড়া ইউনিয়নে মো. মহসিন, নলমুড়ি ইউনিয়নে এসএম মাহফুজুর রহমান, গোসাইরহাটে মো. মুজাফফর হোসেন সরদার ও সামান্তষারে আবুল কালাম বেপারীকে নৌকার মাঝি করা হয়েছে।
৩য় ধাপে এ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কয়েকটি ইউনিয়নে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা ত্যাগী নেতাদের মূল্যায়ন না করায় বিক্ষোভ সমাবেশ ও করেছেন।
ছগির হোসেন/এসএস/পিআর