ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

দ্বীপদেশ ইন্দোনেশিয়ায় ভূমিধসে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিধসে ৭ জন নিহত হওয়ার পাশাপাশি ১০৮ জন নিখোঁজ রয়েছেন। এতে ১০৫টি বাড়ি ধসে পড়ে।

শুক্রবার রাতে দেশটির মধ্য জাভা দ্বীপে এ ভূমিধস হয় । দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতাপো পুরও নুগরোহো রয়টার্সকে জানান, শুক্রবারের এ ভূমিধসে জাভার জেমব্ল্যাংগ গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৩৭৯ জনকে সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারকারী দল উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে ভূমিধসে চলাচলের পথও ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রতিবছর ভূমিধস ও বন্যায় হাজার হাজার মানুষ মারা যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।