সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ গ্রেফতার!
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমদকে র্যাব-৯ এর একটি সাদা পোশাকধারী দল গ্রেফতার করে নিয়ে গেছে বলে দাবি করেছে তার পরিবার। শুক্রবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তবে রাত ৭টা ৫০মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত র্যাব-৯ এর পক্ষ থেকে ছাত্রদল নেতা সাঈদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ছাত্রদল নেতা সাঈদ আহমদের ছোটভাই মুমিতুজ্জামান সুজন জানান, সন্ধ্যা ৬টার দিকে র্যাব পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন যুবক তাদের উপ-শহরস্থ প্রিং টাওয়ারে বাসায় যায়। এসময় র্যাব-৯ এর পরিচয়পত্র দেখিয়ে তারা সাঈদ আহমদকে বাসা থেকে ধরে নিয়ে যান।
র্যাব-৯ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর ফখরুল ইসলাম খান জানান, তার কাছে জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে গ্রেফতারের কোনো তথ্য নেই।
দলীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। তবে সবগুলোতেই তিনি জামিনে আছেন বলে দাবি করেছেন তার ভাই সুজন।
এদিকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার রাত ৮টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশটা এখন গুম, খুন আর আইনের অপ-প্রয়োগের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই অবৈধ সরকার টার্গেট করে ছাত্রদলের তরুণ নেতৃবৃন্দকে আইনের অপপ্রয়োগের মাধ্যমে বিনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কাউকে গ্রেফতার করে তারপর অস্বীকার করা এখন রীতিমত এই দেশে রীতিতে পরিণত হয়েছে।
ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক অবিলম্বে সাঈদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান। অন্যথায় আইনের এই অপকৌশল প্রয়োগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
ছামির মাহমুদ/এআরএ/এমএস