চলে গেলেন কবি অরুণ সেন


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৬ মার্চ ২০১৬

‘ঋতপত্র’র সম্পাদক খ্যাতিমান কবি অরুণ সেন আর নেই। শনিবার সকাল ৯টায় তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চট্টগ্রামে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর।  

কবি অরুণ সেন ১৯৫৮ সালের ৩০ জুলাই চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা প্রকাশ ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। অরুণ সেন প্রয়াত অজিত কুমার সেন এবং নিয়তি রানী সেনের প্রথম সন্তান। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কবিতা লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন।

তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্য রয়েছে- শঙ্কায় নিনাদে শঙ্খ, বাইরে রেখে পা, শেষ বিকেলের কড়ানাড়া, রুদ্র গেছে রোদের বাড়ি, বুকে তার মুকুন্দরামের হাট, কে মানুষ পলাতক বুকে কাঁদে, ভালো আছো সোনালু ফুল, অনেক ভুলের প্রতিবেশী, অথচ নীরবতা। এছাড়া শিশু কিশোরদের জন্য তাঁর রচিত ‘ছড়ায় ছড়ায় কথার নাচন’ বেশ পাঠকপ্রিয় হয়েছে।

তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। কবি অরুণ সেন প্রসঙ্গে কবি ও কথাসাহিত্যিক পিয়াস মজিদ জাগো নিউজকে বলেন, ‘এক শান্ত স্বরের কবি ছিলেন অরুণ সেন। কবিতায় পুরোপুরি নিমগ্ন। ‘ঋতপত্র’ নামে একটা চমৎকার কবিতার কাগজ বের করতেন। এমন মানুষের আকস্মিক মৃত্যু সত্যি মেনে নেয়া কষ্টকর।’

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।