নিজেকে যোগ্য অধিনায়ক মনে করেন না আফ্রিদি


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৬ মার্চ ২০১৬

অষ্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে পাকিস্তান। আর এই ম্যাচটিই কি আফ্রিদির ক্যারিয়ারের শেষ ম্যাচ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাথায়। তবে এই প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকলেও, একটা বিষয়ে নিশ্চিত তিনি আর দলের অধিনায়ক থাকছেন না। কারণ নিজেকে যোগ্য অধিনায়ক মনে করেন না তিনি। তবে খেলোয়াড় হিসেবে খেলে যাওয়ার সব যোগ্যতাই তার আছে বলে দাবি তার।

অষ্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমি যোগ্য, কিন্তু একজন অধিনায়ক হিসেবে আমি যোগ্য নই।

তিনি আরও বলেন, অধিনায়ক হলে অনেক কিছুই সামলাতে হয়। অধিনায়কত্বের দায়িত্বটি তো অবশ্যই চাপের। এর ওপর গণমাধ্যমের চাপ তো আছেই।

বিদায়ের ঘোষণাটা আপাতত দেশে গিয়েই দিতে চান উল্লেখ করে আফ্রিদি বলেন, বিদায় নেব কখন, কবে, সেটা দেশে গিয়েই সিদ্ধান্ত নিয়ে জানাতে চাই। দেশের জন্য যেটা ভালো হয়, সে অনুযায়ীই সিদ্ধান্ত নেব।

আরএ/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।