`পশ্চিমা বিশ্বের সঙ্গে মিডিয়া যুদ্ধে রাশিয়া`


প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৭ মার্চ ২০১৬

পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়া গণমাধ্যম যুদ্ধাবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়ার টিভিসি নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা (পশ্চিমা বিশ্ব) বলে রাশিয়ার ভাবমর্যাদা ভালো নয়।

এ সময় তিনি প্রশ্ন করে বলেন, আপনারা কি জানেন কার ভাবমর্যাদা ভালো নয়? আমেরিকার। আমরা বর্তমানে তথ্যের জগতের ধারক-বাহকদের সঙ্গে মিডিয়া যুদ্ধে রয়েছি। বিশেষ করে আমাদের যুদ্ধ অ্যাংলো-স্যাক্সন ও তাদের মিডিয়ার সঙ্গে।

দিমিত্রি পেসকভ বলেন, এ যুদ্ধ ঘোষণা দিয়ে হতে হবে এমন কোনো কথা নেই। তবে এই যুদ্ধ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়কে প্রচারণা ও পাল্টা-প্রচারণার পর্যায়ে নামিয়ে দেয়। বিশ্ব অর্থনৈতিক তৎপরতায় আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাওয়ার মাধ্যমে রাশিয়া এ সমস্যা কাটিয়ে উঠবে।

তিনি বলেন, এজন্য আমাদের চেষ্টা চালাতে হবে। আমাদের অর্থনীতিকে আরো বেশি প্রতিযোগী করে গড়ে তুলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। একমাত্র তখনই আমরা সুদৃঢ়ভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারব।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।