সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বেঙ্গালুরুর আরও ২৯ স্কুলে বোমা হামলার হুমকি, শহরজুড়ে আতঙ্ক

ভারতের বেঙ্গালুরুর আরও ২৯টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার (১ ডিসেম্বর) সকালের দিকে ১৫টি স্কুলে বোমা হামলার হুমকির খবর পাওয়া যায়। এ নিয়ে মোট ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে ইমেইলে এই হুমকি দেওয়া হয়। এতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শহরজুড়ে। যদিও পুলিশ বলছে, আতঙ্কের কোনো কারণ নেই।

জাতীয় নির্বাচনের আগে চাপে মোদী, স্বস্তি পেতে পারেন মমতা

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের অধিকাংশ বুথফেরত সমীক্ষার পূর্বাভাস দেখে কিছুটা স্বস্তি পেতে পারেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জী। কারণ লোকসভা ভোটের সেমিফাইনালে বিজেপি বনাম কংগ্রেসের কড়া টক্করের পাশাপাশি সমীক্ষাগুলোর বিশ্লেষণে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা।

ফিলিস্তিন ইস্যুতে দায়িত্ব পালনে ব্যর্থ জাতিসংঘ: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমিরআবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ বিশেষ করে নিরাপত্তা পরিষদ তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার অন্যতম কারণ হলো ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরীফ?

পাকিস্তানের জাতীয় নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। অন্যদিকে, দেশে ফিরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আসন্ন ৮ ফেব্রুয়ারির নির্বাচনে দল জয়ী হলে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন কি না তা নিয়েও চলছে আলোচনা।

বিদেশি ঋণের বোঝা বাড়ছে পাকিস্তানের

অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের বিদেশি ঋণের বোঝা বেড়েই চলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি অর্থবছরের শেষে দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ৮২ ট্রিলিয়ন পাকিস্তানি রুপিতে।

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ইসরায়েল-হামাসের লড়াই শুরু

গাজা উপত্যকায় হামাসের সঙ্গে পুণরায় লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সেখানে যুদ্ধবিরতি শেষ হতে না হতেই দুপক্ষের মধ্যে আবারও লড়াই শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে।

স্পেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল

সম্প্রতি এক মন্তব্যের জের ধরে স্পেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মন্তব্যের কারণে ইসরায়েলের সঙ্গে দেশটির কূটনৈতিক বিরোধ আরও গভীর হচ্ছে। তিনি বলেছেন যে, ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলছে কি না সে বিষয়ে তার গুরুতর সন্দেহ হচ্ছে।

সুযোগ পেয়েও ব্রিকসে যোগ দিচ্ছে না আর্জেন্টিনা

বার্তা সংস্থা এপি বলছে, ডানপন্থীদের উত্থানে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আসবে, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। কারণ মিলেই তার নির্বাচনী প্রচারণার শুরু থেকে চীনের ঘোর বিরোধিতা করেছিলেন। আবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলারও একজন বড় সমালোচক মিলেই।

চীনে গিয়ে নিখোঁজ হংকংয়ের সাংবাদিক

পেশাগত কাজে চীনে গিয়ে নিখোঁজ হয়েছেন সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত হংকংয়ের এক সাংবাদিক। মিনি চ্যান ম্যান লি নামের ওই সাংবাদিককে চীনা কর্তৃপক্ষ আটক করেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে হংকং সাংবাদিক সমিতি।

চীনে শিশুদের নিউমোনিয়া বাড়ছে কেন? এ রোগের লক্ষণ কী?

বছর চারেক আগে চীন থেকে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ও লাখ লাখ মানুষ এতে আক্রান্ত হন। সেই মহামারী থেকে মুক্তি পেতে না পেতেই দেশটির উত্তরাঞ্চলে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবর আবারও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।