ভারত
সন্তানকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা
নির্মম ঘটনার সাক্ষী হলো ভারতের কর্ণাটক। সেখানে ১১ বছর বয়সী একটি শিশুকে হত্যার পর তার বাবা-মা আত্মহত্যা করেছেন। কর্ণাটকের কোডাগুর একটি রিসোর্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনা তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, ওই দম্পতি একটি নোট রেখে গেছেন। সেখানে লেখা ছিল যে, তারা আর্থিক ভাবে বেশ কঠিন সময় পার করছিলেন।
আরও পড়ুন: স্বামীকে শায়েস্তা করতে একসঙ্গে হাজির দুই ‘বউ’
একটি প্রাইভেট রিসোর্ট থেকে বিনোদ (৪৩) তার স্ত্রী জুবি আব্রাহাম (৩৭) এবং তাদের ১১ বছর বয়সী মেয়ে জোহানের মরদেহ উদ্ধার করা হয়।
তারা কেরালার কোট্টায়ামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার পরিবারটি জনপ্রিয় একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিল। বন ও পাহাড়ি এলাকার সমন্বয়ে গঠিত ওই এলাকা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: অবৈধ বাংলাদেশিদের তথ্য জানতে চেয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই দম্পতি তাদের সন্তানকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।
টিটিএন