ভারতে নির্বাচনের আগে কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

ভারতে ২০২৪ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী লোকসভা নির্বাচন। তার আগেই পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে বড় চমক দিতে পারে মোদী সরকার। সরকারি সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভোটারদের মন জিততে পেট্রোপণ্যের দাম একধাক্কায় অনেকটাই কমানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

আন্তর্জাতিক বাজারে বছরখানেক ধরে ধীরে ধীরে কমছে অপরিশোধিত তেলের দাম। এক বছর আগেও যে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১২০-১৩০ মার্কিন ডলার, এখন তা ৭০-৮০ ডলারের ঘরে নেমে এসেছে। ইদানিং ভারতে অপরিশোধিত তেলের সিংহভাগই রাশিয়া থেকে সস্তায় আমদানি করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেশটির বাজারে জ্বালানি তেলের দাম কমেনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল জায়গায় পৌঁছেছে। এই স্থিতাবস্থা বজায় থাকলে আগামী দিনে দাম কমানো সম্ভব হবে। লোকসভা নির্বাচনের আগে সেই সম্ভাবনাকেই কাজে লাগাতে চাইছে মোদি সরকার।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, পেট্রোলএবং ডিজেলের দাম লিটারপ্রতি চার থেকে ছয় রুপি কমানোর কথা ভাবছে কেন্দ্র। আর তেল কোম্পানিগুলো রাজি হলে দাম লিটারপ্রতি ১০ রুপি পর্যন্ত কমানো হতে পারে।

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সম্প্রতি এ বিষয়ে আলোচনা হয়েছে। তেলের দাম কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এরই মধ্যে একটি প্রস্তাবও দিয়েছে তারা।

২০২১ ও ২০২২ সালে দুই ধাপে পেট্রোল-ডিজেলের আবগারি শুল্কে ছাড় দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। আবার, আন্তর্জাতিক বাজারে দাম কমায় ২০২৪ অর্থবছরে বিপুল লাভ করেছে ভারতের তিনটি সরকারি তেল বিপণন সংস্থা- ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন।

তবে গত এক বছরে দেশটিতে পেট্রোপণ্যের দাম কমেনি, তেমনি বাড়েওনি। তাই লোকসভা ভোটের আগে এই সুযোগটিই কাজে লাগাতে চায় বিজেপি সরকার।

সূত্র: বিজনেস টুডে, সংবাদ প্রতিদিন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।