সিডনি জিম্মি সংকট অভিযানের তদন্ত শুরু


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

গতকাল সিডনির জিম্মি সংকটের অবসান ঘটেছে যে অভিযানে, অস্ট্রেলিয়ার পুলিশ সে ব্যাপারে তদন্ত শুরু করেছে। জিম্মিদের উদ্ধারে কম্যান্ডোদের চালানো ঐ অভিযানের সময় দুজন জিম্মি নিহত হন। জিম্মি সংকটের হোতা বন্দুকধারী ম্যান হারুন মনিসও কম্যান্ডোদের গুলিতে নিহত হন।

নিহত দুই জিম্মির একজন হচ্ছেন কফি শপের ম্যানেজার টরি জনসন। অপরজন ক্যাটরিনা ডসন নামে একজন আইনজীবী। নিহত দুই জিম্মির স্মরণে এক প্রার্থনায় সিডনির আর্চবিশপ অ্যান্থনি ফিশার এদের ‘বীর’ বলে আখ্যায়িত করেন। বেঁচে যাওয়া জিম্মিরা জানিয়েছেন, মিস্টার জনসন বন্দুকধারী হারুণ মনিসের অস্ত্র কেড়ে নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। আর ক্যাটরিনা ডসন তাঁর এক অন্তসত্ত্বা বান্ধবীকে গোলাগুলি থেকে রক্ষার জন্য নিজের শরীর দিয়ে আড়াল করে রেখেছিলেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, পুলিশের খাতায় বন্দুকধারী হারুণ মনিসের নাম ছিল। কিন্তু সন্ত্রাসবাদী সন্দেহে যাদের ওপর নজরদারি চালানো হয়, সেই তালিকায় তার নাম ছিল না। পুলিশ বলছে, হারুণ মনিসের বিরুদ্ধে অনেক ধরণের ফৌজদারি অভিযোগ ছিল। এছাড়াও তার মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল। পুলিশের ধারণা হারুণ মনিস এককভাবেই এই ঘটনা ঘটিয়েছে, এটি বড় কোন সন্ত্রাসবাদী পরিকল্পনার অংশ ছিল না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।