পাকিস্তানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি স্কুলে জিহাদী সংগঠন তালেবানের হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১০০ জন শিশু। সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্কুলে তালেবান হামলাকে বর্বর হত্যাকাণ্ড বলে অভিহিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
খাইবার পাখতুনখওয়া রাজধানী পেশোয়ারে পৌঁছে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে নওয়াজ শরীফ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলছে। সন্ত্রাসবাদ থেকে দেশকে মুক্ত করা না পর্যন্ত এই লড়াই, এই চেষ্টা অব্যাহত থাকবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক টুইটে পাকিস্তানের শোকতপ্ত পরিবারের সদস্যদের জন্য সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে মঙ্গলবার দুপুরে সশস্ত্র তালেবান যোদ্ধারা হামলা চালায়। একে একে স্কুলের প্রতিটি ক্লাসে গিয়ে নিষ্পাপ শিশু শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করতে থাকে তারা। হামলার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা স্কুলটির চারপাশে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বিশেষ অভিযান শুরু করে সরকারিবাহিনী।
সর্বশেষ পাওয়া খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত ১২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ৮৪ জন শিক্ষার্থী রয়েছে। নিহতদের মধ্যে আছেন সেনাসদস্য, স্কুলটির নিরাপত্তাকর্মী এবং শিক্ষকও। অপরদিকে সেনা অভিযানে ৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানা গেছে। এই হামলায় আহত হয়েছে আরও শতাধিক। পাশাপাশি, শিক্ষক-শিক্ষার্থীসহ একশরও বেশি জন জিম্মি আছে স্কুলের ভেতর।