বরফ গলছে যুক্তরাষ্ট্র-কিউবার সম্পর্কে


প্রকাশিত: ০৪:১৭ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এই লক্ষ্যে শিগগিরই আলাপ আলোচনা শুরু কতে যাচ্ছে দেশদুটি। বিশ্লেষকদের ধারনা চিরবৈরী দেশদুটির নেতাদের এ ঘোষণার ফলে দির্ঘদিন ধরে জমাট বাধা বরফ গলতে শুরু করেছে।

এদিকে, প্রেসিডেন্ট ওবামার এ ঘোষণা গত ৫০ বছরের মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। বার্তা সংস্থা বিবিসি জানায়, প্রেসিডেন্ট ওবামা এবং কাস্ত্রো পরস্পরের সঙ্গে কথা বলেন এবং সম্পর্ক জোরদারে বেশকিছু পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হন। এর মধ্যে রয়েছে বন্দি বিনিময় এবং ভ্রমণ সংক্রান্ত কড়াকড়ি শিথিল করাসহ বেশকিছু বিষয়। এছাড়া হাভানায় দূতাবাস খোলারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওবামা তার বক্তৃতায় বলেন, আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছি কারণ এখন এটাই সবচেয়ে যথার্থ পদক্ষেপ। যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে অতীতের সমস্ত শৃঙ্খল ছিড়ে ফেলতে চায়। আর দুদেশের জনগণের সুন্দর ভবিষ্যতের জন্যই তা জরুরি। এমনকি পুরো পৃথিবীর জন্যই তা প্রয়োজন।

অপরদিকে কিউবার প্রেসিডেন্ট কাস্ত্রো নতুন করে কূটনৈতিক সম্পর্ক শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েতার দেশের উপর পাঁচ দশক ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, আমরা কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছি । কিন্তু এর মানে এই নয় যে প্রধান সমস্যাগুলো মিটে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।