মুম্বাই হামলায় অভিযুক্ত লাখভির জামিন লাভ


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার জাকি-উর-রহমান লাখভিকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। ইসলামাবাদের একটি দুর্নীতিবিরোধী আদালত বৃহস্পতিবার লাখভিকে এ জামিন দেন। লাখভি ২০০৮ সালে মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত। খবর এনডিটিভি।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির প্রসিকিউটর আজাহার চৌধুরী জানান, জামিনের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে আপিল করবেন তারা। আদালত জানান, লাখভির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে জামিন দেওয়া হয়েছে।

এদিকে লাখভির জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি ভারত কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ আকবারুদ্দিন। মুম্বাই হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক ৭ জনের মধ্যে লাখভি অন্যতম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।