চীনা গাড়ি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১২ জুন ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

চীনা গাড়ি আমদানির ক্ষেত্রে এবার অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার (১২ জুন) ইউরোপীয়ান কমিশন অটোমেকারদের জানিয়েছে, জুলাই থেকে চীনের বৈদ্যুতিক গাড়ির আমদানির ক্ষেত্রে অতিরিক্ত ৩৮ দশমিক ১ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। এর আগে চীনের গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

ব্রাসেলস জানিয়েছে, চীনের বিওয়াইডি এর ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বাড়ানো হতে পারে ১৭ দশমিক ৪ শতাংশ, গিলির ক্ষেত্রে ২০ শতাংশ ও এসএআইসির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বাড়ানো হতে পারে ৩৮ দশমিক ১ শতাংশ।

আরও পড়ুন>

ফলে চীন থেকে গাড়ি আমদানির ক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন অতিরিক্ত ইউরো খরচ করতে হবে অটোমেকারদের।

চীনের সস্তা বৈদ্যুতিক গাড়ির প্রবাহে ইউরোপীয় অটোমেকাররা যখন চ্যালেঞ্জের মুখে তখন এ ধরনের সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।

এর আগে চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানিতে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ায় যুক্তরাষ্ট্র। দেশটির ওই পদক্ষেপে আরও ১৮ বিলিয়ন ডলারের আমদানিকে প্রভাবিত করবে বলে জানানো হয়েছিল।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে ৪২৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। বিপরীতে রপ্তানি করে ১৪৮ বিলিয়ন ডলারের পণ্য। এই বাণিজ্য ঘাটতি ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।