শীতে ধূসর চাদরে মোদি-বিগ বি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলো বলিউড মেগাস্টার বিগ বি এর। দুজনের ছবিসহ টুইটারে পোস্ট দেওয়া হয়েছে মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে লিখা ছিল, `প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শ্রী অমিতাভ বচ্চন`।
অমিতাভ বচ্চন গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। মোদি এই রাজ্যেরই মানুষ। সাক্ষাৎকালে দুজনের পরনেই ছিল ধবধবে সাদা কুর্তা। দুজনের গায়েই ছাই রংয়ের শীতের চাদর।
পরে মুম্বাই ফিরে অমিতাভ টুইট করেন, শীতল দিল্লি...উষ্ণ মুম্বাই...সুখময় বাড়ি...খুব দ্রুত আরো সুখী-ঠাণ্ডা এলাকা থেকে উষ্ণতা পেতে আসছে নাতী-নাতনীরা। - ইন্ডিয়ান এক্সপ্রেস