রাফা সীমান্ত খুলে দিলো মিসর


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৪

মিসর আবারও রাফা সীমান্ত খুলে দিয়েছে। তবে মাত্র দুইদিনের জন্য। গত ২৫ অক্টোবরের পর এই প্রথম সীমান্তটি খুলে দেওয়া হলো।

ফিলিস্তিন ও মিসরীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। গাজা ও মিসরের মধ্যে একমাত্র গুরুত্বপূর্ণ সীমান্ত রাফা। ইসরায়েলের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ায় ১৮ লাখ গাজাবাসীর বহিঃবিশ্বে যাওয়ার একমাত্র পথ এটি। এমনকি কোনো বিদেশী গাজায় প্রবেশ করতে চাইলেও একই সীমান্ত ব্যবহার করতে হয়।

গত ২৪ অক্টোবর মিসরের সিনাই উপদ্বীপে এক আত্মঘাতি হামলায় অন্তত ৩১ সেনা নিহত হওয়ার পর সীমান্তটি বন্ধ করে দেয় কায়রো। ২০১৩ সালের জুলাই মাসে মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুৎ হওয়ার পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

অবশ্য গাজার হাজার হাজার বাসিন্দা মিসরে আটকা পড়লে এবং গাজার অনেক রোগীর চিকিৎসার জন্য মিসরে প্রবেশে অংশ হিসেবে এর আগে দুইবার স্বল্প সময়ের জন্য সীমান্তটি খুলে দেয় মিসরীয় কর্তৃপক্ষ। হামাসের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা মাহের আবু সাবাহ জানান, সীমান্ত দুই দিনের জন্য খোলা থাকবে।

অন্যদিকে, এক মিসরীয় কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার কারণে রাফা সীমান্ত স্থায়ীভাবে কিংবা পূর্ণাঙ্গ খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। সূত্র: আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।