আফগানিস্তানে সেনা অভিযানে নিহত ১৫০


প্রকাশিত: ০২:৩৫ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

গত ১২ দিনের অভিযানে দেড় শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান সরকার।আফগানিস্তানের কুনার প্রদেশের পুলিশের মুখপাত্র মঙ্গলবার বলেছেন, গত ১২ দিনে সরকারি বাহিনীর অভিযানে অন্তত ১৫১ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। কুনার প্রদেশের পাকিস্তান সীমান্তের কাছে ওই সব অভিযান চালানো হয়।

জেনারেল আব্দুল হাবিব সৈয়দ খলিলি নামের ওই মুখপাত্র জানান, ওই সব অভিযানে উভয়পক্ষের সংঘর্ষে শতাধিক তালেবান যোদ্ধা আহত হয়েছে। পাকিস্তানি তালেবান ও লস্কর-ই-তৈয়্যেবা সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত হচ্ছে বলে জানান তিনি।

খলিলি আরও বলেন, নিহতদের মধ্যে অন্তত ১৭ জন বিদেশী যোদ্ধা রয়েছে। এ ঘটনা থেকে প্রমাণিত হয় যে, বিদেশীরাও স্থানীয় বিদ্রোহীদের সহায়তা করছে। সূত্র: ডন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।