চীন-মিয়ানমার সীমান্তে বাঘ বাণিজ্য


প্রকাশিত: ০৩:০৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

চীন ও মিয়ানমারের সীমান্তে ব্যাপক হারে চলছে বাঘ বাণিজ্য। দু দেশের সীমান্ত ঘেষা একটি শহরে  বাঘের বিভন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে বলে এক সমীক্ষায় জানা যাচ্ছে।

বায়োলজিকাল কনজারভেশন সাময়িকীতে প্রকাশিত এই সমীক্ষায় বলা হয়েছে, মিয়ানমারের মংলা শহরে অন্তত ২০০টি বাঘের চামড়া এবং নানা ধরনের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। এর বাইরে সেখানে ৪৮০টি ক্লাউডেড লেপার্ড চিতাবাঘের দাঁত এবং চামড়াও বিক্রি করতে দেখা গেছে। বন্য প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গের বাণিজ্যে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় মংলা একটি প্রধান বাজার হিসেব আবির্ভূত হয়েছে। আর এ বাজারের অন্যতম খরদ্দার হচ্ছে চীন।

বিবিসির পরিবেশ বিষয়ক সংবাদদাতা নাভিন সিং খাডকা জানান, এই শহরের ওপর মিয়ানমার সরকারের কোনই নিয়ন্ত্রণ নেই। সরকারের সঙ্গে সেখানকার বিদ্রোহীদের একটি শান্তিচুক্তি হওয়ার পর থেকে সশস্ত্র কয়েটি দল মংলায় এই লাভজনক ব্যবসার জড়িয়ে পড়ে।

জানা গেছে, মিয়ানমারের সরকার বাঘ, চিতাবাঘ ইত্যাদি বন্য ও বিলুপ্তপ্রায় প্রাণীর বাণিজ্য নিষিদ্ধ করার লক্ষ্যে তৈরি জাতিসংঘের আন্তর্জাতিক সনদে সই করেছে। কিন্তু মংলাতে সেই আইন প্রয়োগ করা যাচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।