আসামে নিহতের সংখ্যা বেড়ে ৬০


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বোড়ো জঙ্গীদের একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা অন্তত ৬০ এ পৌঁছে গেছে, যাদের একটা বড় অংশই নারী ও শিশু।

আসাম পুলিশ বলছে, রাজ্যের কোকরাঝাড় ও শোণিতপুর জেলার বিভিন্ন জায়গায় চালানো এই হামলাগুলো এনডিএফবি (সংবিজিৎ) গোষ্ঠীর কাজ এবং মূলত চা বাগানে কর্মরত আদিবাসী শ্রমিকদের পরিবারই এই সব হামলার শিকার হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন- রাজ্য জুড়ে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে, জারি হয়েছে রেড অ্যালার্টও।

নির্বিচার হত্যা
আসামের বিভিন্ন জায়গায় মঙ্গলবার সন্ধ্যায় বোড়ো জঙ্গীরা যে নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে, ওই রাজ্যে সহিংসতার রক্তাক্ত ইতিহাসেও সেরকম নজির খুব কম। পুলিশ সূত্রে বলা হচ্ছে, এই হামলাগুলো চালানো হয় মূলত চা-বাগিচার আদিবাসী শ্রমিকদের ওপর। সন্ধ্যা নাগাদ তাদের বস্তিতে হামলা চালিয়ে এনডিএফবি (সংবিজিৎ) গোষ্ঠীর জঙ্গীরা আদিবাসী শ্রমিক পরিবারগুলোর নারী-শিশু-পুরুষদের বাড়ি থেকে বের করে আনে, তারপর সার বেঁধে দাঁড় করিয়ে তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।

কোকরাঝাড় ও শোণিতপুর জেলার বিভিন্ন জায়গায় এই হামলাগুলো চালানো হয় অন্তত পাঁচটি গ্রামে – আর সবগুলো হামলাই ঘটে মাত্র এক ঘন্টার মধ্যে, যা থেকে বোঝা যায় এটা ছিল খুব সুপরিকল্পিত ও সুসমন্বিত অভিযান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু দিল্লিতে স্বীকার করে নেন, রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় যেভাবে নিরীহ মানুষের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে সেটা তাদের ধারণার বাইরে ছিল। তিনি বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের জন্য সরকার যে প্রয়াস চালাচ্ছে, এই হামলা তাতে একটা কালো দাগ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।