ট্রাম্পের অভিষেকের পরেই ভিডিও কলে জিনপিং-পুতিনের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৫
ভিডিও কলে কথা বলছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। ছবি: তাস

ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কয়েক ঘণ্টা পরেই ভিডিও কলে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা চীন-রাশিয়া সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

পুতিন জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে জানান, রাশিয়া ও চীন বাইরের চাপ থাকা সত্ত্বেও বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস এবং সমর্থনের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলছে। জিনপিং পুতিনকে কৌশলগত সমন্বয় আরও গভীর করার পাশাপাশি বৈধ স্বার্থ রক্ষার আহ্বান জানান।

আরও পড়ুন>>

এর আগে, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে তাদের ‘অবিচারকারী’ বলে উল্লেখ করেন। পাশাপাশি, তিনি মস্কোর উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধের সমাধান না হলে ‘বড় ধরনের সমস্যা’ দেখা দেবে।

এ বিষয়ে পুতিন জিনপিংকে জানান, যে কোনো সমাধানে রাশিয়ার স্বার্থকে সম্মান করতে হবে।

তবে রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, এই ভিডিও কলের কোনো অংশ ট্রাম্পের অভিষেকের সঙ্গে সম্পর্কিত নয়।

প্রায় দেড় ঘণ্টার এই ভিডিও কলে দুই নেতা মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জিনপিং ‘বহিরাগত অনিশ্চয়তা’ মোকাবিলায় রাশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

সম্প্রতি ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে একটি ফোনকলে বাণিজ্য, ফেন্টানাইল এবং টিকটকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এটিকে ‘উভয় দেশের জন্য খুব ভালো’ বলে উল্লেখ করেন তিনি। পুতিন এখনো ট্রাম্পের সঙ্গে কথা বলেননি। তবে অভিষেকের আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তাকে অভিনন্দন জানিয়েছেন।

সূত্র: বিবিসি
কেএএ/

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।