তুলনামূলক ভালো ভোট হচ্ছে : ইসি


প্রকাশিত: ১০:২২ এএম, ২৮ মে ২০১৬

পঞ্চম ধাপের নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় অনিয়ম, গোলযোগ, সংঘর্ষ হলেও প্রথম চার ঘণ্টার পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এবার ‘তুলনামূলক ভালো’ ভোট হচ্ছে। শনিবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আবু হাফিজ জানান, নোয়াখালী, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে কিছু গোলযোগের খবর এসেছে। যেখানে অনিয়ম হয়েছে সেখানে ভোট বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা সব সময় খোঁজ রাখছি। ইতোমধ্যে ভোটের চার ঘণ্টা পার হয়েছে। এখন পর্যন্ত কয়েকটি এলাকায় হামলা-সংঘর্ষ ছাড়া অন্য কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। আমরা ব্যবস্থাও নিয়েছি। আর তো সব ভালো নির্বাচন হচ্ছে। বলা যায়-আগের চার ধাপের চেয়ে তুলনামূলক ভালো হচ্ছে।

কেন্দ্র দখলের অভিযোগের বিষয়ে আবু হাফিজ জানান, প্রার্থী, মাঠ পর্যায় ও ইসি সচিবালয় থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে। তৃণমূলের এ নির্বাচনে বরাবরই নানা ধরনের অভিযোগ থাকে। দলীয় প্রার্থী ও তাদের বিদ্রোহীদের কারণে গোলযোগের প্রবণতাও বেড়েছে। ইসির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ইউপিতে প্রথমবারের মতো দলীয় এ নির্বাচনে বিদ্রোহীদের কারণেই গোলযোগ বেশি হচ্ছে। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর অনেকেই ‘যে কোনো মূল্যে’ জয় পেতে মরিয়া হওয়ায় সহিংসতা বাড়ছে।

এরই জেরে শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এছাড়া মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে সংঘর্ষেও আওয়ামী লীগ ও বিদ্রোহী র্প্রার্থীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন চারজন।

প্রসঙ্গত, শনিবার সকাল ৮টায় পঞ্চম ধাপে ৭১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয় । বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে। প্রতিবারের মতো এবারও নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।

এইচএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।