নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি হয়নি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৬ মে ২০২৫

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি হয়নি আজ।

এ মামলা মঙ্গলবারের (৬ মে) কার্যতালিকায় থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়ত নেতা এটিএম আজহারের আপিল শুনানি দীর্ঘ সময় ধরে চলায় আপিল বিভাগে নিবন্ধন মামলারটির শুনানি হয়নি। এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এটিএম আজহারের আপিল শুনানি চলে।

নিবন্ধন মামলা আবার কার্যতালিকায় আসলে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এফএইচ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।