‘অনেক ব্যবসায়ী ফ্যাসিস্টকে টাকা দিয়ে আন্দোলন দমাতে কাজ করেছিল’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৭ মে ২০২৫
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী

 

আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক মামলার শুনানি চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেছেন, অনেক ব্যবসায়ী ফ্যাসিস্টকে টাকা দিয়ে আন্দোলন দমাতে কাজ করেছিল। তারা যে অবৈধ অর্থ কামিয়েছিল, তা দিয়ে এখন পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই তারা সেভ (রক্ষা) পাবে না।

বুধবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অনেক আইনজীবী এসব আসামিদের পক্ষে শুনানিতে দাঁড়িয়ে যাচ্ছেন। আমাদের আর্থিক চরিত্র ঠিক রাখা উচিত এবং বিচারের জন্য সবাইকে সচেষ্ট থাকা উচিত।

আরও পড়ুন

এ সময় যেসব ব্যবসায়ীরা শেখ হাসিনাকে আন্দোলন দমন করতে অর্থ সরবরাহ করেছেন তাদেরও নিন্দা জানান তিনি।

পরে শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্নজন বিভিন্নভাবে আন্দোলন দমনে ভূমিকা রেখেছিল। কেউ হামলা করে, কেউ অর্থ দিয়ে, কেউ অস্ত্র দিয়ে কেউ বা খাদ্য সরবরাহ করে। তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। অন্যথায় শহীদদের আত্মা শান্তি পাবে না।

এমআইএন/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।