জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোতাহারের চাকরিচ্যুতি অবৈধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৯ মে ২০২৫
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের অফিস সহায়ক মো. মোতাহার আলম সরদারের চাকরিচ্যুতিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রায় পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে বকেয়া বেতন-ভাতাসহ তার চাকরি ফেরত দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে ব্যক্তিগতভাবে মো.মোতাহার আলম নিজেই শুনানি করেন। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ।

আদালত সূত্র জানায়, অসুস্থতার কারণে ছুটির দরখাস্ত দিলে ছুটির দরখাস্ত মঞ্জুর না করে বেতন কাটার নির্দেশ দেন। পরে অনুপস্থিতির কারণে ২০২২ সালের জানুয়ারিতে তাকে চাকরি থেকে বরখাস্ত (ডিসমিসাল) করে। সেই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। ২০২৩ সালের ২০ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। রোববার সেই রুলের ওপর রায় দেন হাইকোর্ট।

এফএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।