ইশরাককে শপথ না পড়াতে রিট শুনানি ফের শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২০ মে ২০২৫
বিএনপি নেতা ইশরাক হোসেন/ফাইল ছবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়ে চলছে। বিকেল ৪টা ১০ মিনিট থেকে শুনানি শুরু হয়ে এখনো চলছে।

এর আগে দুপুর ২টার দিকে প্রথম পর্যায়ের শুনানি শেষ করে মুলতবি করা হয়েছে। দুপুর ১টা ৫ মিনিটে শুনানি শুরু করে ২টা পর্যন্ত শুনানি নিয়ে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত মুলতবি করে এ আদেশ দেন হাইকোর্ট। এর পর এখন আবারও শুনানি শুরু করেন ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের ওপর মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি চলছে।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেছেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

আরও পড়ুন

এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানির জন্য আজকের (কজলিস্টে) কার্যতালিকায় ছিল।

এ-সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার দুপুর ১টায় শুনানি হওয়ার কথা ছিল। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানিতে উঠে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

এফএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।