হিরো আলমকে মারধর: রিয়ামনি ও ম্যাক্স অভির জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২২ জুন ২০২৫

পরকীয়ায় বাধা দেওয়ায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের করা মামলায় জামিন পেয়েছেন তার তৃতীয় স্ত্রী রিয়ামনি ও তার প্রেমিক কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি রিয়াজ।

রোববার (২২ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

গত ২১ জুন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (৩৫) বাদী হয়ে হাতিরঝিল থানায় এ মামলা দায়ের করেন। নিজ স্ত্রী রিয়ামনির পরকীয়ার কারণ জিজ্ঞেস করায় মারধরের ঘটনায় এ মামলাটি করেন তিনি।

মামলার আসামিরা হলেন- হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি (২৮), তার বোন মায়ামনি (৩০), তাদের ভাই আব্দুল্লাহ (২২) ও রিয়ামনির পরকীয়া প্রেমিক কামরুল ইসলাম রিয়াজ (২৫)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মামলার অভিযোগে বাদী হিরো আলম উল্লেখ করেন, গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানার উলন রোডের থাই প্লাস্টিক গলিতে আমাদের ভাড়াবাসায় আমি গেলে বেড রুমে রিয়ামনি ও কামরুল ইসলাম রিয়াজকে একসঙ্গে দেখতে পাই। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তখন আমি একসঙ্গে থাকার কারণ জিজ্ঞেস করলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেননি। এসময় আসামি রিয়ামনি ও আবদুল্লাহ আমাকে হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি মারধর করে (নীলাফোলা) জখম করে। আসামি কামরুল ইসলাম রিয়াজ আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এসময় কামরুল ইসলাম রিয়াজ আমার গলায় থাকা আটআনা ওজনের সোনার চেইন কৌশলে চুরি করে নেয়, যার মূল্য ৪০ হাজার টাকা।

এমআইএন/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।