স্কুল-কলেজে অনির্বাচিত কমিটির বিধি বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯

সারাদেশের সব স্কুল-কলেজে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত অনির্বাচিত বিশেষ কমিটির ধারা এবং আইনের তফসিল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ২০০৯ সালের রেগুলেশন ৫১ এবং তফসিল-২ এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

একই সঙ্গে রিটে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত স্কুল-কলেজের অনির্বাচিত বিশেষ কমিটি গঠন স্থগিত চাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আদেশ দেয়ার ৩০ দিনের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠান শেষ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের বাদীরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসনসহ ১১ জন।

জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার দুপুরে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে ইউনুছ আলী আকন্দ জানান, এর আগে ১৯৬১ সালের শিক্ষা অধ্যাদেশের ৩৯ (২) (৫) অনুযায়ী শিক্ষাবোর্ডকে ক্ষমতা দেয়া হয়, শুধু নির্বাচিত গভর্নিং বডি (কলেজ) এবং নির্বাচিত ম্যানেজিং কমিটি (স্কুল) গঠন করবে। কিন্তু শিক্ষাবোর্ড ওই আইন লঙ্ঘন করে, ২০০৯ সালের রেজুলেশন ৫১ এবং তফসিল-২ প্রণয়ন করে। এখন অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই অনির্বাচিত বিশেষ কমিটি রয়েছে, যা ওই আইনের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি জানান, সংবিধানের প্রস্তাবনায় আইনের শাসন অনুচ্ছেদ ১১ সব ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে হবে। অনুচ্ছেদ ৩১ আইন ছাড়া কিছু করা যাবে না, কিন্তু ওই রেজুলেশন ৫১ ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

আইনজীবী আরও জানান, একই ধরনের বিশিষ কমিটি ধারা ৫০ ইতোপূর্বে একই গ্রাউন্ডে হাইকোর্ট বাতিল করে, যা পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও বহাল রাখেন।

‘তারপরও এর মধ্যে অনির্বাচিত বিশেষ কমিটি গঠন করা হয়েছে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজে।’

‘তাই শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত স্কুল-কলেজের অনির্বাচিত বিশেষ কমিটির বিষয়ে ২০০৯ সালের রেজুলেশন ৫১ এবং তফসিল-২ এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে রিটে’, - বলেন তিনি।

এফএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।