অর্থ আত্মসাৎ : মিল্ক ভিটার চার কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চার কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক কামরুজ্জামান এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মিল্ক ভিটার সিনিয়র অফিসার (বিপণন) মো. নুরুল ইসলাম, বিপণন কর্মকর্তা নজরুল ইসলাম, এমপ্লয়ী গ্রেড-৪ জোন তত্ত্বাবধায়ক (বিপণন) মো. আবু ছায়েদ ও গাজীপুর দুগ্ধ বিতরণকারী রিকশা-ভ্যানচালক সমবায় সমিতির ম্যানেজার মো. ইউসুফ।

২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৭৫ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৫ ফেব্রুয়ারি রাজধানীর রূপনগর থানায় এ চারজনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল হাসান মামলা করেন।

২০১৩ সালের জুন থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালনকালে তারা এসব অর্থ আত্মসাৎ করেন বলে জানা গেছে।

জেএ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।