মেয়েসহ করোনায় আক্রান্ত প্রসিকিউটর সাহিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৪ এএম, ০৮ আগস্ট ২০২০

সুপ্রিম কোর্টের আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও যুবলীগের সাবেক নির্বাহী সদস্য অ্যাডভোকেট সাহিদুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মেয়েও করোনা আক্রান্ত।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একেএম আমিন উদ্দিন জানান, বর্তমানে তারা ধানমন্ডির নিজ বাসাতে আইসোলেশনে আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট সাহিদুর রহমান।

এর আগে গত ১৭ জুন সস্ত্রীক করোনায় আক্রান্ত হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

তাকে তখন চট্টগ্রামের জিইসি মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অক্সিজেনসহ একটি অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকায় পাঠান।

ঢাকায় শিকদার ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ১৪ দিন পর জানানো হয় তার করোনা নেগেটিভ। তারপরও তিনদিন অবজারভেশনে রাখা হয়। সর্বশেষ ২ জুলাই অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নিজ বাসায় ফেরেন

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।