করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৫ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রশিদ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রশিদ আহমেদের মৃত্যুর বিষয়টি সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২১ মার্চ সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন রশিদ। পরদিন তাকে আইসিইউতে নেয়া হয়। আজ দুপুরে তিনি ইন্তেকাল করেন।

রশিদ আহমেদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার জন্য অনুমতিপ্রাপ্ত হন তিনি।

এফএইচ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।