আবুল খায়েরসহ সুপ্রিম কোর্টের আরও তিন আইনজীবী করোনা পজিটিভ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল খায়ের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের অপর আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক। আবুল খায়ের ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার ডায়াবেটিস থাকায় বেশ দুর্বলতা অনুভব করছেন বলেও জানান মানিক।
আবুল খায়ের গত ২৮ মার্চ করোনা টেস্ট করোনার পরে রিপোর্ট পজিটিভ আসে। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও ঢাকাস্থ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার আইনজীবীদের সংগঠন এন এল এফ ল’ইয়ার্স সলিটারিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আসাদ উল্ল্যাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত ৩১ মার্চ করোনা টেস্ট করানোর পরে রিপোর্ট পজিটিভ আসে। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে, পরিবারসহ করোনা আক্রান্ত হয়েছেন এন এল এফ ল’ইয়ার্স সলিটারিটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের অপর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুজ্জামান।
এর আগে গত ২২ মার্চ তার স্ত্রী মার্জিনা আক্তার, ছোট মেয়ে সালমা মালিহার করোনা রিপোর্ট পজিটিভ হয়। তার পরে শহীদুজ্জামানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর তার স্ত্রী ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, এর আগেও সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এফএইচ/এমআরআর