ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংস্থার কাছে বিচার দাবি
ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলা ও নির্যাতন বন্ধ এবং নিরপরাধ নারী ও শিশু হত্যাসহ সর্বোপরি মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচারের জন্য জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
সোমবার (১৭ মে) সমিতির সাধারণ সম্পাদক জোবায়দা পারভিন সাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এমন দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বরোচিত হামলা গত ৬ মে থেকে অব্যাহত রয়েছে। এতে নিরাপরাধ-নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুসহ এ পর্যন্ত মোট ১৯৮ জন প্রাণ হারিয়েছে।’
‘বিশ্ব মানবতা ও মানবাধিকার আজ অসহায়। তাই ইসরায়েলের সামরিক বাহিনীর এই আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
‘বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ১৬ মে পর্যন্ত মাত্র ১০ দিনে ৫৮ জন শিশু হতাহতের তথ্য প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে, প্রতি ৪ ঘণ্টায় একজন নিরপরাধ ফিলিস্তিনি শিশু ইসরায়েলের সামরিক বাহিনীর নৃশংস আগ্রাসনের শিকার হচ্ছে, যা এখনই বন্ধ করতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শিশু অধিকার সনদ (সিআরসি) ও নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও) সমর্থিত ও অনুস্বাক্ষরকৃত দেশসমূহ একজোট হয়ে এই নৃশংস, বর্বর হত্যাযজ্ঞ বন্ধের লক্ষ্যে কাজ করার এখনই উপযুক্ত সময়।’
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী জাতিসংঘের হস্তক্ষেপে অতিদ্রুত ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলা ও নির্যাতন বন্ধ এবং নিরাপরাধ নারী ও শিশু হত্যা সহ সর্বোপরি মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু বিচারের জন্য জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে জোরালো দাবি জানান।
এফএইচ/এমআরআর