করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে খন্দকার মাহবুব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১ এএম, ১৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তির করা হয়েছে।

খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘স্যার (খন্দকার মাহবুব) করোনা পজিটিভ। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।’

অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল বলেন, ‘উনি সোমবার (১৬ আগস্ট) করোনা টেস্ট করতে নমুনা দেন। ওইদিনই টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।’

এফএইচ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।