সাগর-রুনি হত্যা

বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার জন্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

রোববার (২৩ অক্টোবর) ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ কার্যনির্বাহী কমিটির পক্ষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর মাধ্যমে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি

এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক আহম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফজলুল হক, ডিআরইউ সহ-সভাপতি মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, সোলাইমান সালমান, এস কে রেজা পারভেজ, তানভীর আহমেদ ও মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ডিআরইউ নেতারা বলেন, আশা করি প্রধান বিচারপতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গোটা সাংবাদিক সমাজকে আশ্বস্ত করবেন।

বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে নৃশংসভাবে নিজ বাসায় হত্যা করা হয়। সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে এ বছর তিনদিনের কর্মসূচি পালন করা হয়। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় ডিআরইউ।

এফএইচ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।