হেফাজতের তাণ্ডব

মুফতি হারুন ইজাহারের মুক্তিতে বাধা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
মুফতি হারুন ইজাহার

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় সংগঠনটির সাহিত্য প্রকাশক সম্পাদক মুফতি হারুন ইজাহারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন।

হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) খারিজ করে আদেশ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।

আদালতে আজ আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসী।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ও নেজামে ইসলাম পার্টির সাহিত্য প্রকাশক সম্পাদক মুফতি ইজহারুল ইসলামের ছেলে মুফতি হারুন ইজহারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

২০২১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের লালখান বাজার থেকে এক মামলায় গ্রেফতার হন হেফাজতের ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজহার। এরপর ২০২১ সালের ১৭ মে তাকে মতিঝিল থানার ২০১৩ সালের ৬ মে করা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এ মামলায় ২৪ অক্টোবর মহাগনর দায়রা জজ তার জামিন আবেদন খারিজ করে। পরে তিনি হাইকোর্টে আবেদন করেন।

হাইকোর্ট গত বছরের ৩ জানুয়ারি তাকে জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিনাদেশ স্থগিত করেন। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের ইসলামের অবরোধের ঘটনায় পরদিন ৬ মে মামলা করেন এসআই মো. হাবিবুর রহমান। ওই মামলায় নাম ও পদ উল্লেখ করে মোট ২৩৭ জনকে আসামি করা হয়।

আর অজ্ঞাত আরও ৩০-৪০ হাজার হেফাজত, জামায়াত, শিবির ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের আসামি করা হয়। মামলায় হেফাজত ইসলাম ও নেজাম ইসলামের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি হারুন ইজাহার ১০ নম্বর আসামি ছিলেন।

এফএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।