হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হলেন তোফায়েল হাসান

এস কে এম তোফায়েল হাসান/ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এস কে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এস কে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে নিয়োগ করেছেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এফএইচ/এএএইচ/জিকেএস