কলা খেতে বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৪ মার্চ ২০২৩
প্রতীকী ছবি

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় কলা খাওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রিপন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের কথা বলা হয়েছে আদশে।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম তার পরিবারের সঙ্গে দারুসসালাম থানার আনন্দনগর ঋষিপাড়া এলাকায় বসবাস করতো। আসামিও একই এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ২০১৮ সালের ১৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে আসামি ভিকটিমকে কলা খাওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে।

পরে ভিকটিমের মামা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

২০১৯ সালের ১৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক এনায়েত হোসেন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

জেএ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।