স্বাক্ষীকে জেরার সময় আদালতে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২২ মার্চ ২০২৩

স্বাক্ষীকে জেরার সময় চট্টগ্রামের আদালতে হঠাৎ অসুস্থ হয়ে আইনজীবী মো. জোবায়ের আলমের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।

জোবায়ের আলম কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ জাগো নিউজকে বলেন, আমাদের সহকর্মী জোবায়ের আলম মেট্রোপলিটন দায়রা জজ আদালতে একটি মামলার স্বাক্ষীকে জেরা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।