রমজানে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান প্রধান বিচারপতির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ এএম, ২৬ মার্চ ২০২৩

পবিত্র রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সবাইকে সহনশীল ও সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহবান জানান।

প্রধান বিচারপতি বলেন, আজ ২৫ মার্চ। এই রাতে পাকিস্তানী হানাদার বাহিনী আমাদের সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইফতারের আগে দোয়া কবুলের সময়। আসুন আমরা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি যেন, আল্লাহ আমাদের আরও সংযমী করেন এবং সহনশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ দেন।

আরও পড়ুন: অসৎ কর্মকর্তাদের ব্যাপারে আপস হবে না: প্রধান বিচারপতি

তিনি বলেন, মাঝে মাঝে আমার কাছে মনে হয়, আমরা কেমন যেন অসহিষ্ণু হয়ে উঠছি।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, আসুন আমরা মানবজাতির জন্য, দেশবাসীর জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের শান্তিতে রাখেন। যে সংকট সারাবিশ্বে শুরু হয়েছে আমাদের দেশেও এই সংকট হতে পারতো। সেই সংকট মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

jagonews24

প্রধান বিচারপতি বলেন, আমরা সব সময় ইসলামের কথা বলি, মহানবি (সা.) এর কথা বলি, এক সময় আমাদের সবাইকে পরকালের বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারের মুখোমুখি হয়ে আমরা কী জবাব দেবো? আসুন সেজন্য নিজেকে প্রস্তুত করি। রাসুল (সা.) যে পথ আমাদের দেখিয়েছেন আসুন, আমরা সেই পথ অনুসরণ করার চেষ্টা করি। মহানবি কেমন জীবনযাপন করেছেন, সেটা আমরা সবাই জানি। তার জীবনকে আমরা যদি আদর্শ মনে করি তাহলে দ্বিতীয়বার ভাবি আমাদের কীভাবে চলা উচিত। রাসুল (সা.) যেভাবে চলেছেন আমরা যদি সেভাবে চলি, তাহলে শেষ বিচারের দিন হিসাব সহজে দিতে পারবো।

আরও পড়ুন: ধর্মনিরপেক্ষতা নিয়ে আমাদের চরিত্র সাংঘর্ষিক: প্রধান বিচারপতি

ল রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক আহমেদ সারোয়ার হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি মো. বোরহান উদ্দিন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি খিজির হায়াত, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক প্রমুখ।

ফোরামের সাবেক সভাপতি এম. বদিউজ্জামান,সাঈদ আহমেদ খান, মাসহুদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসাইনসহ ল’ রিপোর্টার্স ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এফএইচ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।