ভিকারুননিসায় ১৮ শিক্ষার্থীর সহোদরাকে ভর্তির নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৯ মে ২০২৩

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ১৮ শিক্ষার্থীর সহোদরাকে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই শিক্ষার্থীদের পক্ষে তাদের অভিভাবকের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার (৮ মে) রুলসহ এ আদেশ দেন।

রুলে গত ১৬ জানুয়ারি বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২ সংশোধন সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (বেসরকারি মাধ্যমিক-১ শাখা) থেকে জারি করা পরিপত্র কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান।

আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বলেন, বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালা, ২০২২ অনুসারে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোন যদি একই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে ভর্তির আবেদন করে তবে ওই প্রতিষ্ঠানের ভর্তি যাচাই-বাছাই কমিটিকে তার ভর্তি নিতে বলা হয়েছে।

এ ১৮ শিক্ষার্থীর সহোদরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে নীতিমালাটিতে সংশোধন আনে। এতে সহোদর, সহোদরা বা জমজ ভাই-বোনদের ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশের বাধ্যবাধকতা আরোপ করা হয়। কিন্তু এ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করে পরিপত্র জারির আগে। যে কারণে তাদের অভিভাবকেরা পরিপত্রটি চ্যালেঞ্জ করে গত ৩০ এপ্রিল হাইকোর্টে রিট করেন।

গতকাল সোমবার (৮ মে) এ বিষয়ে শুনানি শেষে সংশোধিত নীতিমালার বিধিটি এ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন উচ্চ আদালত। পাশাপাশি তাদের ভর্তি নিতে নির্দেশ দেন।

এফএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।