অভিযোগপত্রে হেরোইনের পরিমাণ কম লেখায় তদন্ত কর্মকর্তাকে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১৫ মে ২০২৩

অভিযোগপত্রে জব্দ করা হেরোইনের পরিমাণ কম লেখায় মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান সিকদারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৯ মে সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে উপস্থিত হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (১৫ মে) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আদালতে এ দিন রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজনীন নায়েম।

এ বিষয়ে আমিন উদ্দিন মানিক বলেন, সাভারে গত ৩১ ডিসেম্বর মো. ফজলে রাব্বী ওরফে পিংকি রাব্বীর কাছ থেকে এক হাজার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ৫০ গ্রাম (মূল্য প্রায় ২ লাখ টাকা)। পরে সাভার মডেল থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে ফজলে রাব্বীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ফজলে রাব্বীকে গ্রেফতার দেখানো হয়।

অন্যদিকে, এ মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই (নিরস্ত্র) হাসান সিকদারকে। তদন্ত শেষে এসআই হাসান সিকদার মামলার অভিযোগপত্রে জব্দ করা ৫০ গ্রাম হেরোইনের ওজন কমিয়ে ২০ দশমিক ৫ গ্রাম লেখেন। এরপর অধস্তন আদালতে আসামি ফজলে রাব্বীর জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে আবেদন করেন।

আজ আসামি ফজলে রাব্বীর জামিন শুনানিতে জব্দ করা হেরোইনের পরিমাণ কম লেখার বিষয়টি আদালতের নজরে আসে। পাশাপাশি তদন্ত কর্মকর্তা জব্দ করা মাদকের পরিমাণ কম লিখতে পারেন কি না এ বিষয়ে প্রশ্ন ওঠে। শুনানি শেষে আদালত মামলার তদন্ত কর্মকর্তা হাসান সিকদারকে তলব করেন। আগামী ২৯ মে সকাল সাড়ে ১০টায় তাকে হাইকোর্টে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।