উপাচার্য-রেজিস্ট্রারের স্বাক্ষর জালিয়াতি: জবি শিক্ষার্থী কারাগারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, রেজিস্ট্রার ও বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগে করা মামলায় গ্রেফতার জবি শিক্ষার্থী সজিব আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত সজিব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
শনিবার (২৭ মে) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক হাসান মাতুব্বর। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন>> সই জালিয়াতির মামলায় রিমান্ডে জবি শিক্ষার্থী
এর আগে গত ২৫ মে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি আসামি সজিব আহমেদ ইসলামিক স্টাডিজ থেকে অন্য সাধারণ বিষয়ে মাইগ্রেশনের জন্য আবেদন করেন। আবেদনে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারের সিল ও স্বাক্ষর জাল করেন। আবেদনটি যাচাই-বাছাই করতে গেলে উপাচার্যের স্বাক্ষর সন্দেহজনক মনে করে ডিন অফিস কর্তৃপক্ষ। এরপর আসামি সজিবকে ডিন অফিসে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। গত ২৪ মে সজিব উপস্থিত হয়ে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
জেএ/এমএএইচ/এএসএম