সুপ্রিম কোর্ট বার

সদস্য হতে প্রথম দিনে সাক্ষাৎকার দিলেন ৩০০ আইনজীবী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৮ মে ২০২৩

দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকাভুক্তির জন্য সাক্ষাৎ নেওয়া শুরু হয়েছে। শনিবার (২৭ মে) সাক্ষাৎকার শুরু করেন বারের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। প্রথম দিন ৩০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। বারের সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য তালিকাভুক্তির জন্য সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ২৭ মে থেকে ১৯ জুলাই পর্যন্ত সাক্ষাৎকার হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলালের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়। তারই ধারাবাহিকতায় এ সাক্ষাৎ শুরু হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- সমিতির সভাকক্ষে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় এবং সিরিয়াল অনুযায়ী সাক্ষাৎকার গ্রহণ করা হবে। অংশগ্রহণকারীদের মূল সার্টিফিকেটসহ যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়।

জানা গেছে, আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে তিন হাজার ৫৯ জন অ্যাডভোকেট কৃতকার্য হন।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর লিখিত পরীক্ষা হয়। এতে দুই হাজার ৭২৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। এতে নিয়মিত-অনিয়মিত (দ্বিতীয়বার অংশগ্রহণকারী) এবং অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট তিন হাজার ৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

২০২২ সালের ২৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নিয়মিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা হয়। এরপর গত ৫, ৬, ৭ ও ৮ আগস্ট টানা চারদিন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মৌখিক পরীক্ষা দেন অনিয়মিত (দ্বিতীয়বার অংশগ্রহণকারী) এবং অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা।

এ সময় মৌখিক পরীক্ষায় নিয়মিত প্রার্থীদের মধ্যে যারা বন্যাকবলিত এলাকার বাসিন্দা এবং পবিত্র হজ পালনের কারণে অংশ নিতে পারেননি তাদেরও সুযোগ দেওয়া হয়।

নিয়মানুযায়ী হাইকোর্ট পারমিশনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হয়। তারই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণের জন্য সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

এফএইচ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।