প্রধান বিচারপতির সভাপতিত্বে দ. কোরিয়ায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম
দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক সিম্পোজিয়াম মঙ্গলবার (৩০ মে) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যাসোসিয়েশন অব এশিয়ান কনস্টিটিউশনাল কোর্টস অ্যান্ড ইক্যুইভ্যালেন্ট ইনস্টিটিউশন্স সেক্রেটরিয়াট অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (AACC SRD) ‘ইনডিভিজুয়াল এক্সেস টু কনস্টিটিউশনাল জাস্টিস’ এই অধিবেশন হয়।
অধিবেশনে চারটি ভিন্ন দেশের বিচারপতি বক্তব্য দেন। তারা হলেন তাজিকিস্তানের সাংবিধানিক আদালতের বিচারপতি ইদ্রিসজোদা বালাজন, তুরস্কের সাংবিধানিক আদালতের বিচারপতি কেনান ইয়াসার, আলজেরিয়ার সাংবিধানিক আদালতের বিচারপতি ওমর বলহাজ এবং নিউজিল্যান্ড সুপ্রিম কোর্টের বিচারপতি মার্ক ও’রেগান।
অধিবেশনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট উও নাম-সিওকের সঙ্গে সাক্ষাৎ করেন।
এফএইচ/জেডএইচ/জেআইএম